শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

| ৩ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ২৪ জুন ২০২৪

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ৩০ জুন

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল প্রকাশের পর কলেজ সিলেকশন পাওয়া শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে আগামী ২৯ জুনের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। ভর্তিচ্ছুকে ফের ১৫০ টাকা ফি দিয়ে পুনরায় আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ জুন থেকে। ভর্তি নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে ২ জুলাই রাত ৮ টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮ টায়। একই সময়ে দ্বিতীয় ধাপে আবেদনেরও ফল প্রকাশ করা হবে। 

আরও পড়ুন: একাদশে ভর্তির সুযোগ পেলেন ১২ লাখ ৮৭ হাজার শিক্ষার্থী

দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন শুরু হবে ৫ জুলাই; যা চলবে ৮ জুলাই পর্যন্ত। তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৯ জুলাই; চলবে ১০ জুলাই পর্যন্ত।

তৃতীয় ধাপের ভর্তি নিশ্চায়ন করতে হবে ১৩ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে। সব ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৫ জুলাই। ভর্তি কার্যক্রম চলবে ১০ দিন। অর্থাৎ ২৫ জুলাই একাদশ শ্রেণির ভর্তি শেষ হবে। ক্লাস শুরু হবে ৩০ জুলাই।

 

এজেড