একাদশ শ্রেণিতে ভর্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়েছে ১৫ জুলাই, সোমবার। ১৬ জুলাই মঙ্গলবারও ভর্তি কার্যক্রম চলবে।দফায় দফায় ভর্তি কার্যক্রম চলবে ১০ দিন। অর্থাৎ ২৫ জুলাই একাদশ শ্রেণির ভর্তি শেষ হবে। ক্লাস শুরু হবে ৩০ জুলাই।
প্রথম ধাপের ফলাফলে ১২ লাখ ৮৭ হাজার শিক্ষার্থী কলেজ সিলেকশন পেয়েছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় ভর্তি আবেদন গ্রহন করা হয়। শেষ করা হয় মাইগ্রেশন প্রক্রিয়াও।
ছাত্র-ছাত্রীরা একাডেমিক মার্কশিট, জন্মনিবন্ধন সনদ ও কলেজ নিশ্চায়নের কপি নিয়ে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।