শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

| ৩ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

খুবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:০৬, ১৭ অক্টোবর ২০২৪

খুবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি) বিভিন্ন স্কুলের অধীনে ডিসিপ্লিনগুলোয় জানুয়ারি ২০২৫ সেশনে পিএইচডি ফেলো প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। 

ভর্তির যোগ্যতা:
সংশ্লিষ্ট অ্যালাইড বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অথবা দেশের অন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা অন্য কোনো দেশি/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি (যা ইউজিসি কর্তৃক সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃত) থাকতে হবে।

প্রার্থীকে কমপক্ষে ১৭ বছর শিক্ষার সময় শেষ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানে ইউজিসি কর্তৃক অনুমোদনের প্রমাণপত্র এবং অনুমোদিত ক্যাম্পাস থেকে ডিগ্রি অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ (সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ এবং ৫.০০ এর মধ্যে ৩.৫০) এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো একটিতে প্রথম শ্রেণি (সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ এবং ৫.০০ এর মধ্যে ৩.৫০) থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না।

আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৮ নভেম্বর।

প্রসঙ্গত, বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।