আগামী ২০২৫ শিক্ষাবর্ষে সরকারী ও বেসরকারী (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গত কয়েকবারের মতো ডিজিটাল লটারীর মাধ্যমে এবারও শিক্ষার্থী ভর্তি করা হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারী অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন। অনুষ্ঠানে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যরা উপস্থিত থাকবেন।