রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

| ৮ পৌষ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রি শুরু ২ জুন থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ২৮ মে ২০২৪

ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রি শুরু ২ জুন থেকে

পবিত্র ঈদুল আজহায় বাড়ি ফেরা উপলক্ষে আগামী ২ জুন থেকে ট্রেনের টিকেট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে।

২৮ মে, মঙ্গলবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন ২টায় বিক্রি শুরু হবে।

মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ঈদের আগে ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।
 

এজেড