বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

| ২৯ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত

ফ্লাইট না থাকায় আনা যাচ্ছে না নিজাম উদ্দিনের মরদেহ

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ৩ নভেম্বর ২০২৪

ফ্লাইট না থাকায় আনা যাচ্ছে না নিজাম উদ্দিনের মরদেহ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তবে ফ্লাইট না থাকায় তার মরদেহ আনা সম্ভব হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান। নিহত নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা।

তিনি জানান, লেবাননে একজন বাংলাদেশি বিমান হামলায় মারা গেছেন। তার স্ত্রী লেবাননে আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে এবং যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।

এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় জানায়, লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নম্বর ইএফ০৬২০০৪৩) শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।