মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

| ১ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সাতক্ষীরায় দশদিন ধরে নিখোঁজ কাপড় ব্যবসায়ী, সন্ধান চায় পরিবার

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬, ৯ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় দশদিন ধরে নিখোঁজ কাপড় ব্যবসায়ী, সন্ধান চায় পরিবার

সাতক্ষীরায় কাপড় বিক্রি করতে গিয়ে দশদিন ধরে নিখোঁজ মো. কবিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ী। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা থেকে ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ হন। এ ঘটনায় থানায় জিডি এবং লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবার।

 

নিখোঁজ কবিরুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা নলতা ইউনিয়নের মৃত ইয়াছিন আলীর ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।

পরিবারের দাবি, ৩১ ডিসেম্বর কালিগঞ্জ থানায় বসন্তপুর শ্বশুরবাড়ি থেকে ভোররাতে সাতক্ষীরার উদ্দেশ্যে বাসা থেকে বের হন কবিরুল ইসলাম। সর্বশেষ এদিন সকাল ৬টায় কলারোয়ায় অবস্থানকালে নিখোঁজ হওয়া কবিরুল ইসলামের কথা হয় পরিবারের লোকজনের সঙ্গে। এরপর থেকে তার মোবাইল সংযোগ বন্ধ। দশদিন পেরোলেও তিনি বাড়ি ফেরেননি। এ বিষয়ে নিখোঁজ কবিরুল ইসলামের স্ত্রী আরিফা আক্তার কালিগঞ্জ থানায় ডায়েরি করেন এবং লিখিত অভিযোগ করেন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৭টা অবধি কবিরুল ইসলামের কোনো খোঁজ পাওয়া যায়নি জানিয়ে আরিফা আক্তার বলেন, আমার স্বামীর খোঁজ এখনো মেলেনি। এ নিয়ে পরিবারের সবাই দুঃচিন্তায় রয়েছে। কবিরুল ৩১ ডিসেম্বর  ভোরে ঘর থেকে বের হয়েছিলেন কাপড় বিক্রির উদ্দেশ্যে। কলারোয়ায় পোছানোর পর কথা হয়েছিল। এর পর থেকে খোঁজ মেলেনি। আমার স্বামীকে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করি।

নিখোঁজ কবিরুল ইসলামের মা ফরিদ বেগম বলেন, আমার এর আগে কখনো যোগাযোগ না করে থাকেনি। তাকে কেউ কিডন্যাপ করে ধরে রাখতে পারে। অথবা কোনো ঝামেলায় পড়েছে। আমার সোনামানিকের সন্ধান চাই। এ উৎকন্ঠা আর সহ্য হচ্ছে না।

প্রসঙ্গত, কেউ সন্ধান পেলে নিখোঁজ হওয়া কবিরুল ইসলামের স্ত্রী আরিফা আক্তারের 01577152586 এই নাম্বারে জানানোর অনুরোধ করেছেন পরিবারটির সদস্যরা।