
ফাইল ফটো, সংগৃহীত
ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ভ্যাটিকানের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেছেন, সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে মারা গেছেন পোপ ফ্রান্সিস। তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নিযুক্ত প্রথম লাতিন আমেরিকান ব্যক্তি।
ইস্টার সানডের পরদিনই দেহত্যাগ করলেন ভ্যাটিকানের এই ধর্মীয় নেতা। গতকালই ইস্টার সানডে উপলক্ষ্যে সেইন্ট পিটার স্কয়ারে সমবেত হাজারো তীর্থযাত্রীর সামনে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস।
প্রায় ১২ বছর পোপের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সিস। দীর্ঘ এক যুগের অনেকটা সময়ই বিভিন্ন অসুখ বিসুখে ভুগেছেন তিনি। তবে সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়ে সদ্য প্রয়াত পোপ। হাসপাতালে প্রায় পাঁচ সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চার্চে ফিরে এসেছিলেন তিনি।