শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রায়হান বাদশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৩, ২৫ আগস্ট ২০২৪

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রায়হান বাদশা

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পেয়েছেন মো. রায়হান বাদশা। তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন।

রোববার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শর্তসাপেক্ষে নিজ বেতন ও বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্যপদে চলতি দায়িত্ব দেওয়া হলো। একই সঙ্গে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা মো. রায়হান বাদশাকে প্রদান করা হলো।

গত ১৩ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।