শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

মহাপরিচালকের অপসারণের দাবিতে উত্তাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ৫ সেপ্টেম্বর ২০২৪

মহাপরিচালকের অপসারণের দাবিতে উত্তাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

অনিয়ম, সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের অপসারণ দাবিতে উত্তাল হয়ে উঠেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শতাধিক কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মত একটি গুরুত্বপূর্ণ পদ হতে অনতিবিলম্বে অপসারণ করে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানিয়েছেন তারা।

আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী  বলেন, অবিলম্বে বর্তমান মহাপরিচালককে অপসারণ করা না হলে ৮ সেপ্টেম্বর থেকে র্কমবরিতি ও কালো ব্যাজ ধারণ করবেন কর্মকর্তা-কর্মচারিরা।