বুধবার, ১২ মার্চ ২০২৫

| ২৮ ফাল্গুন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

মাউশি-নায়েম ডিজিকে রবিবারের মধ্যে প্রত্যাহারে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মাউশি-নায়েম ডিজিকে রবিবারের মধ্যে প্রত্যাহারে আল্টিমেটাম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেসাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. মো: জুলফিকার হায়দারকে প্রত্যাহার দাবিতে দফায় দফায় কর্মসূচি আর আল্টিমেটামের পর বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। বিএনপিপন্থী শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বিক্ষোভের পর বুধবার মাউশির সামনে এ হুশিয়ারি দেন তারা। বৃহস্পতিবারের মধ্যে এই দুই ডিজিকে সরিয়ে না দিলে রবিবার থেকে বড় আন্দোলনের ডাক দেবেন তারা।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, সহকারী মহাসচিব অধ্যাপক বদরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ কাজী মোহাম্মদ মাইনুদ্দিনসহ বিভিন্ন শিক্ষক -কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারিদের অভিযোগ, মাউশির ডিজি পদে পদায়ন পাওয়া অধ্যাপক ড. এহতেসাম উল হক বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে সর্বমহলে পরিচিত। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর এখনও আওয়ামী লীগারদের শিক্ষা প্রশাসনে কৌশলে পদায়ন চলছে এমন অভিযোগও তাদের।