শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

তীব্র তাপপ্রবাহের মধ্যেই রবিবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ২০ এপ্রিল ২০২৪

তীব্র তাপপ্রবাহের মধ্যেই রবিবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এ কারণে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে ২১ এপ্রিল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হচ্ছে। এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির দাবি উঠেছে। 

গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও সাত দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, ছুটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তীব্র গরমের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছুটি বৃদ্ধির দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে বলে মত সংগঠনটির। এ পরিস্থিতিতে সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছে তারা।

এজেড