বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সাগরে ফের লঘুচাপ, শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ২০ ডিসেম্বর ২০২৩

সাগরে ফের লঘুচাপ, শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ছবি- প্রতীকী

পৌষের পঞ্চম দিন পেরিয়ে যাচ্ছে আজ। ঋতু পরিক্রমায় সাধারণত এই সময়ে সারা দেশে হাড়-কাঁপানো শীত থাকে। কিন্তু এ বছর শীতের শুরুটা কেমন যেনো অচেনা। ডিসেম্বর শেষ দশক শুরু হলেও এখনো অতটা শীত অনুভূত হচ্ছে না। এরই মধ্যে সাগরে আবার লঘুচাপের সৃষ্টি হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার রাত কিংবা পর দিন শনিবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। পৌষের প্রথমার্ধের বাকিটা সময় (৩১ ডিসেম্বর পর্যন্ত) শীতের তীব্রতা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এর ফলে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।