ইবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা: ‘সামাজিক সম্প্রীতি, সাম্য এবং বৈষম্যহীন সমাজের প্রত্যাশা’
মুসলমানদের দুটি বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আজহা। ঈদ এলেই ধনী-গরিব, কৃষক- শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষদের মধ্যে এক ভিন্ন ধরনের আমেজ কাজ করে। সেদিক থেকে এবারে ঈদ-উল ফিতরের ঈদটা বেশ ভিন্ন। ২৪ এর গনঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো ঈদ উৎযাপন করতে যাচ্ছে দেশের মানুষ। তাই এ ঈদকে কেন্দ্র করে ভিন্ন ধরনের উৎফুল্লতা ও ভাবনা কাজ করছে সকলের মধ্যে। রোজার শুরুতে ছুটি পেয়েই বাড়িতে ফিরে গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা। বিভাগের পরীক্ষা, চাকরির পড়াশোনাসহ বিভিন্ন প্রয়োজনে এখনো ক্যাম্পাসে অবস্থান করছে কিছুসংখ্যক শিক্ষার্থী। তবে জুলাই বিপ্লবের পর প্রথম ঈদের ভাবনাতেও তাদের মাঝে ফুটে উঠছে দেশের চিন্তা, দেশের মানুষের চিন্তা। তাদের কথা গুলো শুনেছেন তালুকদার হাম্মাদ।