শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শিশুর ডেঙ্গু হলে কখন হাসপাতালে নিবেন

ডা. তানিয়া ইসলাম

প্রকাশিত: ১৯:৪০, ৩০ আগস্ট ২০২৩

শিশুর ডেঙ্গু হলে কখন হাসপাতালে নিবেন

দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বর এবং এ–সংক্রান্ত জটিলতায় হাসপাতালগুলো ক্রমে ভরে যাচ্ছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এ পরিস্থিতিতে ডেঙ্গু জ্বর হলে হাসপাতালে ভর্তির জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডেঙ্গু আক্রান্ত হলে বড়দের চেয়ে আমরা শিশুদের নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যাই। বাবা-মা উদ্বিগ্ন থাকেন শিশুকে হাসপাতালে ভর্তি করা নিয়ে। তবে সব শিশুকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। ডেঙ্গু আক্রান্ত শিশুর কিছু কিছু লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি করতে হবে।

এই মুহূর্তে শিশুর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা করে রক্তের বিভিন্ন উপাদানের মাত্রা দেখে নির্ধারণ করি যে, শিশুকে হাসপাতালে ভর্তি করাতে হবে কিনা, শিশুর শরীরে স্যালাইন দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, এ ছাড়াও আমরা পালস ও ব্লাড প্রেসার দেখে ভর্তির সিদ্ধান্ত নিয়ে থাকি।

ডেঙ্গু আক্রান্ত শিশু যদি বাসায় থাকে, সতর্ক থাকতে হবে। তবে ৫টি লক্ষণ দেখা দিলে জরুরি হাসপাতালে ভর্তি করাতে হবে।

১. শিশু যদি বারবার বমি করতে থাকে, তাহলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। 
২. প্রচণ্ড পেটে ব্যথা হলে।
৩. অতিরিক্ত দুর্বল হলে ও শিশু অস্থিরতা অনুভব করলে।
৪. শ্বাসকষ্ট হলে।
৫. রক্তপাত হলে, যেমন-নাক, মুখ ও দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হওয়া। এ ছাড়া গায়ে লাল লাল দাগ দেখা দিলে।

সর্বশেষ কথা হলো, ডেঙ্গুর সব রোগীকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তির দরকার নেই। তবে বাসায় থাকলে অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। 

- লেখক: সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, শিশু মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউট, ঢাকা।