রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

| ২৪ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

কোটা পুনর্বহালের প্রতিবাদে আগারগাঁও মোড় অবরোধ

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ৪ জুলাই ২০২৪

কোটা পুনর্বহালের প্রতিবাদে আগারগাঁও মোড় অবরোধ

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রাখার প্রতিবাদে আগারগাঁও মোড় অবরোধ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক সংলগ্ন আগারগাঁও মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মিরপুর-ফার্মগেট এবং মহাখালী-শিশুমেলা সড়কে যান চলাচল বন্ধ থাকে ফলে দুই রুটে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

দুপুর দেড়টায় অবরোধ তুলে নিলে যানজট স্বাভাবিক হতে থাকে। এর আগে, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বহাল রাখায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক ও পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে আগারগাঁও মোড়ে অবস্থান করেন।

শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা; ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীদের থেকে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া।

কোটার বিষয়ে শিক্ষার্থী আল রাকিব বলেন, আমাদের এই আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিপক্ষে নয় বরং তাদের চেতনাকে ধারণ করেই আমাদের এই আন্দোলন। তারা যেভাবে আন্দোলন সংগ্রাম করে একটি সুন্দর দেশ উপহার দিয়েছেন আমরাও একইভাবে সুখী ও সুন্দর দেশ গড়তে চাই। সুন্দর দেশ গড়তে মেধাবীদের প্রয়োজন। স্বাধীনতার ৫১ বছর পরে আমি মনে করি এই কোটা ব্যবস্থা অযৌক্তিক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হারুনর রশীদ বলেন, 'শিক্ষার্থীদের পুরো অবরোধ সময়ে আমরা এখানে উপস্থিত ছিলাম। মানুষের দুর্ভোগ ও বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য বারবার অনুরোধ করছি।'

এজেড