শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

৩১ জুলাই পর্যন্ত সরকারী কর্ম কমিশনের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ২৫ জুলাই ২০২৪

৩১ জুলাই পর্যন্ত সরকারী কর্ম কমিশনের সব পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি এর অধীনে আগামী ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ক্যাডার, নন-ক্যাডারসহ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠেয় প্রথম অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে নিবন্ধনের সময় ৮ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর তারিখ-সময় পিএসসির ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 

পিএসসি সচিবালয়ের প্রশিক্ষণ সহকারী, সাঁটলিপিকার-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, গাড়িচালক, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের আগামী ৪ আগস্ট যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।