মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

| ১ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, ৮ প্রতিষ্ঠানে পদ ৯৯৭

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ৯ জানুয়ারি ২০২৫

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, ৮ প্রতিষ্ঠানে পদ ৯৯৭

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানসহ ৮ প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ৯৯৭ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংকার্স সিলেকশন কমিটি (বাংলাদেশ ব্যাংক);
পদের নাম: অফিসার (জেনারেল);

পদসংখ্যা: ৯৯৭টি;
কোন প্রতিষ্ঠানে কত পদ
*সোনালী ব্যাংক পিএলসিতে: ৫৪৬টি;
*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে: ১২০টি;
*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে: ৬টি;
*বাংলাদেশ কৃষি ব্যাংকে: ২৭১টি;
*বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে: ২৫টি;
*প্রবাসী কল্যাণ ব্যাংকে: ৫টি;
*কর্মসংস্থান ব্যাংকে: ২৩টি;
*ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে: ১টি;  
বেতন স্কেল: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
চাকরির ধরন: স্থায়ী;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;
বয়স: ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর (১৮ নভেম্বর ২০২৪ তারিখে);
আবেদনের যোগ্যতা
*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি/৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি বা সমমান বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার যে কোনো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৭৬৪
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি
মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে আবেদন ফি হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি জমা দেওয়া যাবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;