রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

| ২৪ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

২০২৫ সালের এইচএসসি সমমান পরীক্ষা পূর্ণ সময় পূর্ণ নম্বরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৩

২০২৫ সালের এইচএসসি সমমান পরীক্ষা পূর্ণ সময় পূর্ণ নম্বরে

ফাইল ছবি

অবশেষে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ নিয়মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৮ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সে হিসেবে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।