রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

| ২৪ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

আট বিভাগে শিক্ষক নেই বরগুনা সরকারী মহিলা কলেজে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৩, ২০ এপ্রিল ২০২৪

আট বিভাগে শিক্ষক নেই বরগুনা সরকারী মহিলা কলেজে

ফাইল ফটো

বরগুনা সরকারি মহিলা কলেজে আটটি বিভাগে কোনো শিক্ষক নেই। কলেজটিতে বাংলা বিষয়ে তিনজন প্রভাষক থাকার কথা। নেই একজন শিক্ষকও। একইভাবে কোনো শিক্ষক নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজকর্ম, ইতিহাস, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও মার্কেটিং বিষয়ে।

কলেজটির শিক্ষকের এ শূন্যপদ পূরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর সম্প্রতি আধাসরকারি পত্র দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু।

সরকারী এই কলেজে প্রভাষকের মোট পদ ৩৩। এর মধ্যে কর্মরত রয়েছেন মাত্র সাতজন। ২৬টি পদই শূন্য। শিক্ষকশূন্যতা নিয়েই ধুঁকে ধুঁকে বেঁচে থাকার চেষ্টা করছে ২ হাজার শিক্ষার্থীর কলেজটি। ফলে ছাত্রীরা পড়ালেখা শেষ করছেন শেখার সংকট নিয়েই।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ মনজুরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি এ কলেজটি। দ্রুত শূন্যপদগুলোয় শিক্ষক নিয়োগ করা না হলে ছাত্রীরা অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হবে। আর নতুন শিক্ষার্থীরা এ কলেজ থেকে মুখ ফিরিয়ে নেবে। বাইরে থেকে কয়েকজন পার্টটাইম শিক্ষক এনে ছাত্রীদের পাঠদানের চেষ্টা করা হলেও এতসংখ্যক শিক্ষকের ঘাটতি কোনোভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না।’

২ সহস্রাধিক শিক্ষার্থীর কথা চিন্তা করে দ্রুত কলেজের শূন্যপদে পদায়ন দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন মোহাম্মাদ মনজুরুল আলম।