শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ড. ইউনুসকে দেয়া ট্রি অব পিস ইউনেস্কোর অফিসিয়াল পদক নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩২, ২৬ জুন ২০২৪

ড. ইউনুসকে দেয়া ট্রি অব পিস ইউনেস্কোর অফিসিয়াল পদক নয়

ইউনেস্কোর সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক এ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহ জানিয়েছেন ট্রি অব পিস ইউনেস্কোর কোন অফিসিয়াল এওয়ার্ড নয়। এই পদকের ইউনেস্কোর কোন মর্যাদা নাই।

তিনি আরো জানান ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল এম্বাসেডর হেডভা সের এর একটি ভাস্কর্য। আজারভাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল এম্বাসেডর হেডভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনুসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদানের বিষয়ে ইউনেস্কোর সাথে কোন রকমের পরামর্শ করা হয়নি এবং ঐ অনুষ্ঠানে ইউনেস্কোর কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

২৬ জুন, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনুস ইউনেস্কোর ট্রি অব পিস এওয়ার্ড পেয়েছেন এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে আসলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৩১ মার্চ ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল বরাবর একটি পত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর জেনারেল তার স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে  এই তথ্য জানান।