শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সরকারী মাধ্যমিক স্তরে বদলি নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ৩১ জুলাই ২০২৪

সরকারী মাধ্যমিক স্তরে বদলি নীতিমালা জারি

ছবি: সংগৃহীত

সরকারী শিক্ষক-কর্মকর্তাদের বদলি নীতিমালা জারি করেছে সরকার। ৩১ জুলাই, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে। 

নীতিমালার তথ্যমতে, প্রতি শিক্ষাবর্ষের এপ্রিল ও অক্টোবরে বদলি আগ্রহী শিক্ষক-কর্মকর্তারা বদলির আবেদন করবেন। তবে অনিবার্য/বিশেষ পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বদলির আবেদন নিষ্পত্তি করবেন।

বদলির আবেদনের শর্তে বলা হয়েছে- তিন বছর বর্তমান কর্মস্থলে থাকতে হবে। এছাড়া বদলির উপযুক্ত কারণও দেখাতে হবে। এক বিষয়ের শিক্ষকের শুন্যপদের বিপরীতে অন্য পদের শিক্ষককে বদলি করা যাবে না। তবে সরকার প্রয়োজন মনে করলে কোনো শর্ত ছাড়াই যে কোনো শিক্ষক-কর্মকর্তাকে বদলি করতে পারবে। 

এছাড়া শিক্ষক-কর্মকর্তাদের বদলিকারি কর্তৃপক্ষ নির্ধারণ করে দেওয়া হয়েছে নীতিমালায়। 

মাউশির সংশ্লিষ্ট অঞ্চলের উপপরিচালক বদলি করবেন একই অঞ্চলের সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।  

মাউশির মহাপরিচালক বদলি করবেন আন্ত:অঞ্চলের সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

শিক্ষা সচিব বদলি করবেন আঞ্চলিক উপপরিচালক, সরকারী স্কুল ও কলেজের অধ্যক্ষ, আঞ্চলিক সহকারি পরিচালক ও বিদ্যালয় পরিদর্শক।