আগামী ১৮ আগস্ট, রবিবার থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৫ আগস্ট, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন।
মন্ত্রণালয়ের অফিস আদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সারাদেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের অফিস আদেশ দেখুন এখানে