মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 'শেখ রাসেল ইনোভেশন ফেয়ার ২০২৪ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষায় ইনোভেশন' শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অধিদপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য দেবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগমও অতিথির বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
এজেড