শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

| ৭ পৌষ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

পূজার মঞ্চে সংগীত পরিবেশনের ঘটনায় গ্রেফতার দুই

ক্যাম্পাস বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ১১ অক্টোবর ২০২৪

পূজার মঞ্চে সংগীত পরিবেশনের ঘটনায় গ্রেফতার দুই

চট্টগ্রামের একটি পূজামণ্ডপে ‘ইসলামি গান’ পরিবেশনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ।


তিনি বলেন, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের একটি পূজামণ্ডপে গান গাওয়া নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়। সেই গানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা আলোচনায় মাতেন নেটিজেনরা।