জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পঞ্চদশ সংশোধনী বাতিল করে রায় দেওয়ার সময় আদালত এমন মন্তব্যে করেন বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আদালত বলেছেন, আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের সূচনা করেছে।
এদিন দুপুর পৌনে ১২টার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।
ওই সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়াসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল।
রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা মনে করি জনগণের ভোট দেওয়ার যে আশা-আকাঙ্ক্ষা সেটি এ রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো।
‘বিগত সরকার সংবিধান আর মুদ্রণ করেন নাই অর্থাৎ তারা তাদের মত রেখে দিয়েছেন।’
তিনি বলেন, আমি আদালতে এসব বিষয়ে শুনানি করেছি। আদালত তখন বলেছেন আপনি আপনার শুনানির সকল বিষয় লিখিত আকারে আমাদের কাছে দাখিল করবেন।