প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তের পর জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগুনের ঘটনা তদন্তে দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করা হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্রসচিবকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ১১ জন হতে পারে।'
সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় এমন ভয়াবহ আগুন লাগা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দুর্ঘটনা তো সব জায়গায় হতে পারে। সচিবালয়েও হতে পারে। এ জন্যই তো এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়েছে।' এই অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতা মনে করা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'তদন্তের পর বলা যাবে।'
অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। যা পরে সাত ও আটতলায় ছড়িয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। পরিদর্শন শেষে এ বিষয়ে ধারণা করা যাবে।'
প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। ১৯টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় রয়েছে বলে জানা গেছে।