বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলামির সংস্কৃতি চায় না ছাত্রশিবির। এ সংস্কৃতি থেকে আমরা বের হতে চাই। আসলে শিক্ষার্থীদের দাবি সেটাই।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্রশিবির প্রকাশনা উৎসবে এসে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট দখল ও সিনিয়র-জুনিয়র মেইনটেইনের মধ্য দিয়ে এক ধরণের গোলামির সংস্কৃতি ছিল। তবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সবসময় মেধাভিত্তিক ও শিক্ষার্থী বান্ধব রাজনীতি পরিচালনার চেষ্টা অব্যাহত রেখেছে।
বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কোটার যৌক্তিক সংস্কার হওয়া উটিত। সেজন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডাদের সঙ্গে বসে একটি কার্যকরী পদক্ষেপ নেয়া যেতে পারে।
এর আগে, বিশ্ববিদ্যালয় শাখা শিবির সদস্য সমাবেশ অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে শাখা নতুন কমিটি ঘোষণা করা হয়।