মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

| ১ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সরকার প্রেসের নিম্নমানের ৫০ হাজার বই নষ্ট করল এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১২ জানুয়ারি ২০২৫

সরকার প্রেসের নিম্নমানের ৫০ হাজার বই নষ্ট করল এনসিটিবি

নিম্নমানের অনুমোদনহীন কাগজে বই ছাপার কারণে সরকার প্রেসের ১০ লক্ষ ফর্মা ও ৫০ হাজার কপি বই নষ্ট করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) রবিবার বিকালে এই অভিযান পরিচালনা করে।

এনসিটিবি সূত্র জানায়, প্রাথমিক ও মাধ্যমিকের বই ছাপাকাজ পাওয়া সরকার প্রেস নিম্নমানের কাগজে প্রাথমিকের বই ছাপছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়। পরে সেগুলো কেটে নষ্ট করা হয়।

এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু বলেন, এ প্রতিষ্ঠানটি মানহীন কাগজে বই ছাপছিল। এছাড়া অননুমোদিত ঠিকানায় গোপনে এই কার্যক্রম পরিচালনা করছিল তারা। পরে সেখানে এনসিটিবির প্রতিনিধি দল অভিযান পরিচালনা করে এবং নিম্নমানের ১০ লক্ষ ফর্মা ও ৫০ হাজার কপি বই নষ্ট করা হয়।

এদিকে সরকার প্রেসের সত্বাধিকারী ওমর ফারুক বলেন, আমরা শতভাগ মান নিয়ন্ত্রক করেই ছাপাকাজ করছিলাম। আর প্রতিষ্ঠানের বৈধ ঠিকানার কারখানাতেই বই ছাপাকাজ চলছিল। কিন্তু এনসিটিবি কেন এসব অভিযোগ এনেছে তা আমার জানা নেই।