বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ফের এনসিটিবি ঘেরাও করবে `স্টুডেন্টস ফর সভারেন্টি`র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ১৪ জানুয়ারি ২০২৫

ফের এনসিটিবি ঘেরাও করবে `স্টুডেন্টস ফর সভারেন্টি`র

- ফাইল ফটো

পাঠ্যপুস্তকে রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী পরিভাষা 'আদিবাসী' শব্দ প্রবেশের অভিযোগ এনে রাখাল রাহা ওরফে সাজ্জাদের অপসারণ না হওয়া এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে তদন্ত কমিটি এখনো তৈরি না হওয়ায় ফের এনসিটিবি ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'স্টুডেন্টস ফর সভারেন্টি'। 

১৫ জানুয়ারি, বুধবার এ কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পুনরায় এনসিটিবি ঘেরাও প্রসঙ্গে 'স্টুডেন্টস ফর সভারেন্টি'র আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া বলেন, "গত ১২ জানুয়ারি ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ পাঁচ দফা দাবি দিয়েছিল। পাঠ্য বইয়ের কভার পৃষ্ঠার রাষ্ট্রদ্রোহী পরিভাষা ‘আদিবাসী'যুক্ত অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতিটি বাদ দেয়ায় আমাদের আংশিক দাবি পূরণ হয়েছে মাত্র।

কিন্তু পরিমার্জন কমিটিতে থাকা স্বঘোষিত ধর্মহীন রাখাল রাহা ওরফে সাজ্জাদকে অপসারণ এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের দাবি ছিল। ঐসময় এনসিটিবি আমাদের আশ্বাস দিয়েছিল আমাদের দাবি মেনে নিবে। কিন্তু এখনো আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হয়নি। তাই আমরা পুনরায় বিক্ষোভ সমাবেশ এবং এনসিটিবি ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।