শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

| ৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

গাজার সমর্থনে ঢাকায় জনতার স্রোত

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ১২ এপ্রিল ২০২৫

গাজার সমর্থনে ঢাকায় জনতার স্রোত

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) ঢাকার রাজপথে প্রতিবাদী জনতার ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ নানা যানবাহনে মানুষ এসে জড়ো হয় রাজধানীতে। 

জনতার বাঁধ ভাঙা জোয়ার মিশে যায় সোহরাওয়ার্দী উদ্যানে। শেষ কবে এত বড় জনসমাগম হয়েছে তা মনে পরছেন না বলে জানান অনেকে।

সমাবেশে অংশ নেওয়া অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনি পতাকা দেখা গেছে। কেউ কেউ কালেমা খচিত ফিতা মাথায় বেঁধেছেন। 

সোহরাওয়ার্দী উদ্যান মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম।