শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

| ৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

আনন্দ শোভাযাত্রায় বাঙালির পহেলা বৈশাখ

নিজস ্ব

প্রকাশিত: ১৬:১৭, ১৪ এপ্রিল ২০২৫

আনন্দ শোভাযাত্রায় বাঙালির পহেলা বৈশাখ

উচ্ছ্বাস আরও উৎসবের আমেজে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে বাঙালি জাতি। সোমবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফুটতেই রাজধানীতে রমনার বটমূলে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের সূচনা হয়। ধানমন্ডির রবীন্দ্র সরোবরও মুখর হয়ে ওঠে বৈশাখের নৃত্য-গানে। এদিকে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এছাড়া নতুন বছর উপলক্ষে সারা দেশে নানা আয়োজন করেছে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ।

শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে। শোভাযাত্রায় রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রসহ ৩০ জন শিল্পীর সম্মিলিতভাবে দেশাত্মবোধক গান পরিবেশন।

এদিন সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতি ভেদাভেদ ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এসে জড়ো হন সাধারণ মানুষ। পরে তাদের উপস্থিতি ও যোগদানে শুরু হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

শোভাযাত্রায় রয়েছ ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফ। বড় মোটিফগুলোর মধ্যে রয়েছে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল ইত্যাদি।

এছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে এবারের শোভাযাত্রায় বিশেষভাবে যুক্ত করা হয়েছে তরমুজের মোটিফ, যা সাম্প্রতিক সময়ের এক রাজনৈতিক বার্তাবাহী উপাদান। এছাড়াও সুলতানি ও মোঘল আমলের মুখোশ, ফ্যাসিবাদের মুখাকৃতি, রঙিন চরকি, বাঘের মাথা, তালপাতার সেপাই, মাছ ধরার পলো, মাছ ধরার চাই, পাখা, মাথাল, ঘোড়া, লাঙলসহ রয়েছে নানান আয়োজন।