
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। শতাধিক শিক্ষক এতে অংশ নেন।
বক্তারা বলেন, ২০১২ সালে সারাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল ৩০ হাজার ৩৫২টি। কিন্তু সেসময়ে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় বাদ রেখে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সকল শর্ত পূরণ করার পরেও এই বিদ্যালয়গুলো জাতীয়করণের বাইরে থেকে যায়।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, দীর্ঘদিন ধরে পাঠদান পরিচালনা করলেও বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর যীবন যাপন করছি। আমরা অন্যের শিশুকে পাঠদান দিলেও আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। এসব বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।
শিক্ষক সমিতির মহাসচিব ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটনসহ অন্যরা এতে বক্তব্য দেন।