শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

| ৩ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

আমরা ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই–ইবি ছাত্রলীগ সম্পাদক

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫২, ১১ জুলাই ২০২৪

আমরা ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই–ইবি ছাত্রলীগ সম্পাদক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা ছাত্ররা রাজপথে না থেকে ক্লাসে ফিরে যেতে চাই। আমরা ক্লাস করতে চাই। আমরা পরীক্ষা দিতে চাই। ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংবেদনশীল। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করে, জনগনের জান-মালের ক্ষতি করে, শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে আন্দোলন সমীচিন নয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে ক্যাম্পাসের জিয়া হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এতে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের দাবি- ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদূর্ভোগ তৈরী না করে ক্লাস পরীাক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক-অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধান।

এআই