বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শাহবাগ অবরোধ করে ছাত্রলীগকে ধাওয়া, গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ৪ আগস্ট ২০২৪

শাহবাগ অবরোধ করে ছাত্রলীগকে ধাওয়া, গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ৪ আহস্ট, রবিবার সকালে শাহবাগে অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর ইটপাটকেল ছোঁড়ায় শাহবাগে বিক্ষিপ্তভাবে জড়ো হওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অনেক গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

জানা গেছে, সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ঘোষিত এ কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। নেই গণপরিবহন চলছে শুধু রিকশা-সিএনজি। বিএসএমইউয়ের ভেতরে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে আসা সাধারণ মানুষ, রোগী, স্বজনসহ সংশ্লিষ্ট অনেকেই।

এদিকে শাহবাগে অবস্থানকারীরা ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’, ‘অভ্যুত্থান, অভ্যুত্থান, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে,’ ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত,’ ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ইত্যাদি স্লোগান দেন।

অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ রবিবার রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।