আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজয় মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ মিছিল শুরু হয়ে শহিদ জোহা চত্বরে শেষ হয়।
মিছিল শেষে সংগঠনের সভাপতি আহনাফ আবদুল্লাহ বলেন, আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশের ছাত্র সমাজ আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছে। আন্দোলনে শহিদ প্রত্যেকটি শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন সকলকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
এর আগে, গত ১লা আগষ্ট সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারার ক্ষমতা বলে সরকার নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠন নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার। তবে এই নিষিদ্ধাদেশ প্রত্যাখ্যান করেছে এই সংগঠন দুটি৷