সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংবাদ সম্মেলনে গত বুধবার ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইরফান ভূঁইয়া ছাত্রদলের ছিলেন।
কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক বিজ্ঞপ্তিতে ২২ আগস্ট, বৃহস্পতিবার জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মো. ইরফান ভূঁইয়া কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না।
আরও বলা হয়, নিহতের পরিবারও একথা নিশ্চিত করে জানিয়েছে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য সম্পুর্ন অসত্য।