
গ্রীষ্মের পরেই প্রকৃতিতে আসে শীত। শীত ধনীদের জন্য আনন্দদায়ক হলেও অসহায়দের জনে অনেক কষ্টের। খুঁজে ফেরেন একটু উষ্ণতা। তাইতো মহান বিজয় দিবস উপলক্ষে অসহায়দের উষ্ণতা দিতে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন পিচফুল অরগানাইজেশান (peaceful organisations)। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। পনেরদিন ব্যাপী কার্যক্রমের আজ ১০ দিনের মতো কার্যক্রম শেষ হয়েছে। এ শীতবস্ত্র বিতরণ আরও ৫ দিন অব্যাহত থাকবে।
জানা যায়, কালিগঞ্জ উপজেলার তারালি, নলতা ইউনিয়নসহ গলখালি, রহিমপুর, নওয়াপাড়া, পাইকারা, মাঝেরপাড়া হাফিজিয়া মাদ্রাসা বিভিন্ন এলাকায় এ উষ্ণতা পৌছে দিচ্ছেন সংঠনটির সদস্যরা।
পিচফুল অরগানাইজেশানের আমিমুল ইসলাম বলেন, শীত সবার সবার জন্য আনন্দদায়ক নয়। শীতের দিন অসহায়দের উষ্ণতা দিতেই আমাদের কার্যক্রম। আমাদের এ কার্যক্রমে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটির সদস্য মাহমুদ হাসান সুজন, সফিউল্লাহ, আলাল, আমান, জাহিদ, ইমরান, হাবিবুল্লাহ, হাবিবসহ আরও অনেকে। আশা করি আমরা সকলের সহযোগিতায় সেচ্ছাসেবীমূলক কাজ অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, পিচফুল অরগানাইজেশান (peaceful organisations) একটা সেচ্ছাসেবীমূলক সংগঠন। এটি রক্তদান কর্মসূচি, গরীব শিক্ষার্থীদের পাশে দাড়ানো, সামাজিক সংস্কারমূলক কাজ, সমাজে অবহেলিত মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যেই সংগঠনটির যাত্রা। যার ধারাবাহিকতায় সেচ্ছাসেবীমূলক বিভিন্ন কার্যক্রম চলমান।