মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

| ১ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

পাবিপ্রবিতে জিয়া সাইবার ফোর্সের বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা 

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৯, ৮ জানুয়ারি ২০২৫

পাবিপ্রবিতে জিয়া সাইবার ফোর্সের বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জিয়া সাইবার ফোর্সের (জেসিএফ) কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। বুধবার সন্ধ্যায় সংগঠনের দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন (আলামিন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান মোহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদারের সমন্বিত সিদ্ধান্তক্রমে, সংগঠনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।”

উল্লেখ্য,গত ৭ই জানুয়ারি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিয়া সাইবার ফোর্সের ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। তবে খোঁজ নিয়ে জানা যায় ওই আহ্বায়ক কমিটিতে পাঁচজনই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী।