বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

| ২৩ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ২৯ জানুয়ারি ২০২৫

তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শেষ

তেজগাঁও কলেজ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে তিনদিনব্যাপী প্রকাশনা উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। কলেজের প্রফেশনাল ভবনের সামনে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামী বইসহ পবিত্র কুরআন বিক্রি করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শহরের বিভিন্ন বয়সী মানুষও এ উৎসবে অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে তেজগাঁও কলেজের সভাপতি নাজমুল হোসেন বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হলেও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের জন্য এক নীরব বিজয়। অনেক শিক্ষার্থী এই প্রকাশনা উৎসবে এসে আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে পেরে সমর্থক ফরম পূরণ করেছেন।

তিনি আরও বলেন, বিশেষভাবে জুলাই বিপ্লবে নিহত শহীদদের আত্মত্যাগের স্মরণে আমাদের প্রকাশনায় বিশেষ অংশ সংযোজন করা হয়েছে। এসব প্রকাশনা থেকে জুলাই বিপ্লব কে জানতে পারবে ও স্মৃতিচারন করতে পারবে।