
সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা প্রদান ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে অনেক শিক্ষক অবস্থান নেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারে পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেসক্লাব ছেড়ে যাবে না এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তিনি সরকারকে দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জোটের যুগ্ন আহবায়ক প্রকৌশলী আবুল বাশার, শাহ আলম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আব্দুল হাই সিদ্দিকী, মোঃ রবিউল ইসলাম, মোঃ তোফায়েল সরকার, অধ্যক্ষ আলাউদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমিন, মনিরুল ইসলাম, আব্দুল হালিম ও আফরোজা শ্রাবনসহ অন্যরা।