শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

| ৬ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন বিডিএমএসএর নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ১১ এপ্রিল ২০২৫

ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন বিডিএমএসএর নতুন কমিটি

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বিডিএমএসএ) নতুন আহ্বায়ক কমিটি গঠন ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ারের রজনীগন্ধা মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের অঙ্গ/ছাত্র সংগঠন হিসেবে বিডিএমএসএ ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের অধিকার ও নেতৃত্ব প্রতিষ্ঠায় দীর্ঘদিন কাজ করে যাচ্ছে।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির সব সদস্য আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এর আগে সব কাউন্সেলর ও কার্যকরী পরিষদের সদস্যদের ‘হ্যাঁ ভোটে’ নতুন আহ্বায়ক কমিটি সর্বসম্মতভাবে মনোনীত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিএমএর জাতীয় নির্বাচন কমিশনার ও গঠনতন্ত্র প্রণেতা ডা. মো. মোশাররফ হোসেন, বিডিএমএর প্রধান উপদেষ্টা ডা. সামছুল হুদা বড়ো, কেন্দ্রীয় সভাপতি ডা. আবুল কালাম আজাদ বড়ো, মহাসচিবসহ সংগঠনের অন্য নেতারা।

গঠনতন্ত্রের ১৭ নম্বর ধারার আলোকে নির্বাচন কমিশনার ও ছাত্র বিষয়ক সম্পাদক নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে শপথ গ্রহণের জন্য প্রস্তুত করেন। শপথ পাঠ করান বিডিএমএ সভাপতি ডা. আবুল কালাম আজাদ বড়ো।

অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম রাকিব বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের জাতীয় সংগঠন বিডিএমএসএ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, একাডেমিক মানোন্নয়ন এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে। আগামী ৬০ দিনের মধ্যে দেশের সব ক্যাম্পাসে আহ্বায়ক কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কাউন্সিল গঠনের পরিকল্পনা রয়েছে।