শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

| ১২ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ২০ এপ্রিল ২০২৫

সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে। ২১ এপ্রিল, সোমবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটি।

আজ রবিবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।