বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

কাফনের কাপড় পড়ে জাতীয়করণের দাবীতে আন্দোলনে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ৭ জুন ২০২৪

কাফনের কাপড় পড়ে জাতীয়করণের দাবীতে আন্দোলনে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা 

জাতীয়করণ থেকে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবীতে গতকাল কাফনের কাপড় পড়ে অনশন কর্মসূচি পালন করেছেন। গত বুধবার থেকে জাতীয় প্রেসক্লাব এর সামনে এ কর্মসূচি করে আসছেন তারা। সারাদেশ থেকে শতাধিক শিক্ষক এতে অংশ নিয়েছেন।

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন বলেন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। কিন্তু জাতীয়করণ যোগ্য আরও কিছু সংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ তালিকা থেকে বাদ যায়। একই সম-পরিমান যোগ্যতা থাকা সত্ত্বেও সকলশর্ত পূরণ করার পরেও ১৩০০ বিদ্যালয় এখনো জাতীয়করণ করা হয়নি। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেমন বেতন বঞ্ছিত তেমনি ছাত্র-ছাত্রীরা উপবৃত্তি ও টিফিন থেকে বাদ রয়েছেন।

অবিলম্বে তারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের দাবি জানান। 

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিত সাধারণ সম্পাদক আ.স.ম জাফর ইকবাল, সাংগাঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিনসহ অন্যরা অংশ নেন।
 

এজেড