মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

| ১ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডে ফ্রান্সের রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০, ১৯ আগস্ট ২০২৪

প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডে ফ্রান্সের রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এর সাথে ১৯ আগস্ট, সোমবার সচিবালয়ে অফিস কক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতার আশ্বাস দেন।

এসময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।