বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

| ২৩ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে : গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ২৬ জানুয়ারি ২০২৫

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে । ২৬ জানুয়ারি, রবিবার চট্টগ্রামে সার্কিট হাউসের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

এসময় কোথাও দুর্নীতি পেলে সাথে সাথে সে তথ্য তুলে ধরতে  সাংবাদিকদের অনুরোধ জানিয়ে দুর্নীতির প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপদেষ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, স্বাধীনতার পর অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদে জাতীয় সমস্যা। এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়। এ জন্যই তাদের মধ্যে একই ধরণের মূল্যবোধের সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছি। আমি জানি এ দুরাবস্থা এত কম সময়ে সমাধান করা সম্ভব নয়। সে জন্যই আজকে মাঠপ্রশাসনের সাথে মতবিনিময় করেছি আপনাদের পরামর্শ নিয়েছি । আশা করছি এ আলোচনা সভা ফলপ্রসূ হবে।

এসময় তিনি শিক্ষানীতির কথা উল্লেখ করে বলেন, আমরা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি ঠিক কিন্ত সেই কাঠামোতে এখনো বন্দি। আমরা কাগজে কলমে শিক্ষিত হচ্ছি ঠিক কিন্তু এখনো প্রকৃত সাক্ষর হয়ে উঠিনি। আমাদের দেশের পার্বত্য অঞ্চলের সমস্যা, আর হাওর অঞ্চলের সমস্যা এক নয়, হাওর অঞ্চলের সমস্যা আর শিল্পাঞ্চলের সমস্যা এক নয়। এক নীতি সব জায়গায় প্রয়োগ করা কখনো ঠিক নয়। অঞ্চলের উপর ভিত্তি করে কিভাবে শিক্ষানীতি বাস্তবায়ন করা যায় সে জন্য আমরা কাজ করছি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোঃ আতাউর রহমান  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের সার্বিক তথ্য উপস্থাপন করেন।