বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

| ২ মাঘ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইউনেস্কোর প্রতি যে আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৪

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইউনেস্কোর প্রতি যে আহ্বান

দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আহ্বান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। রবিবার ঢাকায় নিযুক্ত ইউনেস্কোর (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিজ সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

সাক্ষাৎকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী মানসম্মত শিক্ষা, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় গবেষণা ও সংস্কৃতির লালন ও ধারণে বাংলাদেশে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম তিনি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ইউনেস্কো দলকে ধন্যবাদ জানিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে গবেষণা কার্যক্রমে সরকারের সাথে কাজ করার আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জোবাইদা মান্নান, সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজ উদ্দিন, ইউনেস্কোর শিক্ষা বিভাগের প্রধান ড. হুহুয়া ফান এ সময় উপস্থিত ছিলেন।

 

এনএস