রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

| ২৪ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বিদেশি শিক্ষার্থীদের নিয়ে গবিসাসের ইফতার 

গবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৪, ২২ মার্চ ২০২৪

বিদেশি শিক্ষার্থীদের নিয়ে গবিসাসের ইফতার 

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন ও গণ বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নিরাপত্তা কর্মী ও তৃতীয় লিঙ্গের কর্মচারীদের মাঝে ইফতার বিতরণ করেন তারা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন এ ইফতার মাহফিলে। 

ব্যতিক্রমী এ আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী শাফকাত জহুর বলেন, 'কাশ্মীরে আমার জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশে ইফতার করেছি বিগত চার বছর যাবত। বাঙালী ইফতারের সাথে আমাদের কাশ্মীরি ইফতারে কিছু পার্থক্য রয়েছে। ঐতিহ্যগত ভাবে বাঙ্গালী খাবারে বেশ কিছু বৈচিত্র রয়েছে। তবে গবিসাস যে ইফতারের আয়োজন করেছে তা খুবই চমৎকার। মাঠে বসে ইফতার করাটা সত্যিই উপভোগ্য ছিল।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন গবিসাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'গবিসাসের এই আয়োজনে আসতে পেরে ভালো লাগছে। আমরা চাই গবিসাসের সাথে বন্ধন দৃঢ় হোক। আগামীতেও এই ধারা চলমান থাকুক এই কামনা।'

অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, 'গবিসাস প্রতিবছরই ইফতার মাহফিলের ব্যাবস্থা করে থাকে। গবি সহ বিভিন্ন সংগঠনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। আশা করি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

অনুষ্ঠানে গবিসাসের উপদেষ্টামণ্ডলী সহ আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন  বিভাগের শিক্ষার্থী, গবিসাসের আবেদনকারী এবং শুভাকাঙ্ক্ষীরা।

এজেড/আরিফুল