শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

| ৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

মানারাতের চূড়ান্ত মিডিয়া অলিম্পিয়াড ২৮ নভেম্বর, থাকছে ১০ লাখ টাকার পুরষ্কার

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ১০ অক্টোবর ২০২৪

মানারাতের চূড়ান্ত মিডিয়া অলিম্পিয়াড ২৮ নভেম্বর, থাকছে ১০ লাখ টাকার পুরষ্কার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চতুর্থ মিডিয়া অলিম্পিয়াড ২০২৪’। এবারের আয়োজনে অংশগ্রহণকারী ও বিজয়ীদের জন্য থাকছে মোট ১০ লাখ টাকার পুরস্কার সামগ্রী।
ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস আশুলিয়াতে আগামী ২৮ নভেম্বর গণমাধ্যম বিষয়ক সর্ববৃহৎ ‍মিডিয়া অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমান বলেন, ‘দেশে গণমাধ্যম বিষয়ক এতো বড় প্রতিযোগিতার আয়োজন আমরাই প্রথম শুরু করি। এবার চতুর্থ পর্বের কার্যক্রম চলছে।’

মিডিয়া অলিম্পিয়াড শিক্ষার্থীদের গণমাধ্যম শিক্ষার প্রতি আগ্রহ ও আস্থা বাড়াবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি এই আয়োজন শিক্ষার্থীদের গণমাধ্যম শিক্ষার প্রতি আগ্রহ ও আস্থা বাড়াবে। একই সাথে একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, প্রতিযোগিতায় এইচএসসি,আলিম ও সমমান ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীসহ এইচএসসি, আলিম, সমমান পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা অংশ নিতে পারবেন