
ওয়েবসাইটে (https://eaub.info/) মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নামক একটি অনুমোদনহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ কার্যক্রম পরিচালনার প্রমাণ পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ওয়েবসাইটে উল্লিখিত ভূয়া তথ্য বিশ্বাস করে কোন ধরনের প্রতারণার শিকার না হতে শিক্ষার্থী, অভিভাবক ও চাকুরিদাতা প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছে ইউজিসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইস্যুকৃত একটি সনদের সঠিকতা যাচাইয়ের অনুরোধের প্রেক্ষিতে কমিশন বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়। ভূয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়টির অবস্থান রাজধানীর ইস্ট মেরুল বাড্ডা হওয়ায় এর কার্যক্রম সরজমিনে পরিদর্শনের জন্য কমিশন দুই সদস্যের একটি পরিদর্শন টিম গঠন করে। গত সোমবার টিমের সদস্যরা প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পূর্ব মেরুল বাড্ডায় ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি’র কোন ক্যাম্পাসের অস্তিত্ব নেই। অথচ ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ সরকার, ইউজিসি, ফার্মেসী কাউন্সিল এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুমোদনপ্রাপ্ত বলে উল্লেখ করেছে। বাস্তবে এ বিশ্ববিদ্যালয়টি উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কোন প্রকার অনুমোদন না নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে ইউজিসি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সনদ বাণিজ্যের জন্যই ওয়েবসাইটের মাধ্যমে অননুমোদিত এ প্রতিষ্ঠানটি অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। এ বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর সুপারিশ করা হয়।